সিলেট জেলায় কর্মরত এনজিওদের কাজের সেক্টর ও প্রতিনিধিদের তথ্য
ক্রমিক নং | এনজিও এর নাম | কাজের খাত বা সেক্টর | প্রতিনিধী বা প্রধান এর তথ্য | মন্তব্য |
---|---|---|---|---|
1 | BRAC | স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, অভিবাসন, নগর দারিদ্র্য, ক্ষুদ্রঋণ, নারী অধিকার, দুর্যোগ ব্যবস্থাপনা | অনিক আহমেদ অপু ব্র্যাক জেলা সমন্বয়ক সিলেট। ০১৩১৩৪০৭১৬৬, [email protected] | |
2 | FIVDB | মা ও শিশু স্বাস্থ্য, শিক্ষা, ক্ষুদ্রঋণ, নারী ক্ষমতায়ন, দুর্যোগ ব্যবস্থাপনা | মোঃ আজিম উদ্দিন জেলা প্রতিনিধি সিলেট [email protected], 01712164276 | |
3 | ASA | স্বাস্থ্য, শিক্ষা, ক্ষুদ্রঋণ | মোঃ আলাউদ্দিন আলী (ডিভিশন্যাল ম্যানেজার সিলেট/মৌলভীবাজার জেলা) [email protected], 01716813279 | |
4 | BURO Bangladesh | কৃষি অর্থায়ন, ক্ষুদ্র অর্থায়ন, রেমিটেন্স প্রদান, ওয়াশ কর্মসূচী, দুর্যোগ ব্যবস্থাপনা | খন্দকার মিজানুর রহমান আঞ্চলিক ব্যবস্থাপক সিলেট অঞ্চল মোবাইল: 01733220758, Email: [email protected] | |
5 | TMSS | ক্ষুদ্র ঋণ কার্যক্রম ও স্বাস্থ্য সেবা | মোঃ সেলিম রেজা জোনাল হেড সিলেট জোন [email protected], ০১৭১৩৩৭৭১৯৮ | |
6 | CARITAS | বিপন্ন জনগোষ্ঠীসমূহের জন্য সামাজিককল্যাণ। প্রতিরক্ষামূলক সংরক্ষণ এবং খাদ্য নিরাপত্তা। শিক্ষা এবং শিশু উন্নয়ন, পুষ্টি ও স্বাস্থ্য শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, আদিবাসী জনগোষ্ঠীর উন্নয়ন | চয়ন চক্রবর্তী জুনিয়র প্রোগ্রাম অফিসার ট্রেনিং ও প্রোগ্রাম [email protected], 01712875044 | |
7 | এডাব অ্যাসোসিয়েশন অফ ডেভেলপমেন্ট এজেন্সি ইন বাংলাদেশ | এনজিও কার্যক্রম সমন্বয় ও নেটওয়ার্কিং, অ্যাডভোকেসি ও ক্যাম্পেইন, সদস্য সংস্থাসমূহের দক্ষতা উন্নয়ন, বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় দিবস পালন, বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও ওয়ার্কশপ আয়োজন করা | মোঃ বাবুল আখতার বিভাগীয় সমন্বয়কারী এডাব। মোবাইল: ০১৩০১৮৪৯০৪৪, ই-মেইল: [email protected] | |
8 | Association of Workers for Alternative Rural Development -AWARD | স্বাস্থ্য, ক্ষুদ্রঋণ, নারীর ক্ষমতায়ন, গৃহায়ণ ঋণ, স্যানিটেশন, আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ, বিভিন্ন বিষয়ক সচেতনতামূলক কার্যক্রমসহ অন্যান্য। | Faruque Ahmed Coordinator-Programs Cell: 01712-906946 Email: [email protected] | |
9 | SKSS | স্বাস্থ্য | Belal Ahmed Executive Director Cell: 01718034370 Email: [email protected] | |
10 | RWDO | প্রজনন স্বাস্থ্য, কিশোর-কিশোরী প্রজনন স্বাস্থ্য কর্মসূচি, প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম, নারী ও শিশু অধিকার, চা-শ্রমিক নারীদের অধিকার আদায়, এবং চা শ্রমিক শিশু ও শিশুশ্রম ক্যাম্পেইন ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম। ক্লাইমেট চেঞ্জ, ইন্টারনেট সুরক্ষা ও নিরাপদ ইন্টারনেট ব্যবহার কার্যক্রম, ওয়াশ ইত্যাদি | মো: জাহিদুল ইসলাম রশিদ, প্রজেক্ট কো-অর্ডিনেটর মোবাইল: ০১৭২৪-৭৯৮৭১৩, ইমেইল: [email protected] প্রধান নির্বাহী: সমীতা বেগম মীরা, নির্বাহী পরিচালক ইমেইল: [email protected] মোবাইল: ০১৭১৭-৫৭২৮৮৯ | |
11 | ZAMZAM BANGLADESH | শিক্ষা ও শিশু উন্নয়ন, স্বাস্থ্য সেবা, এশটান সহায়তা, কারিগরি প্রশিক্ষণ, বয়স্ক-বিধবা ভাতা, জর্জরিত সহায়তা/সামাজিক প্রোগ্রাম | মো: আব্দুল হানান লিয়াজো অফিসার মোবাইল: 01728-204614 ইমেইল: [email protected] Office: 01537-302411 | |
12 | CRP - Centre for the Rehabilitation of the Paralysed | ১. ফিজিওথেরাপি ২. অকুপেশনাল থেরাপি ৩. স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি ৪. কৃত্রিম হাত পা সংযোজন ৫. সমাজসেবিত পুনর্বাসন ৬. সহায়ক সামগ্রী প্রদান | আরিফ শাকিল নাহিদ, সেন্টার ম্যানেজার, সিলেট - সিআরপি, মোবাইল নম্বর: ০১৭৩০০৫৯৫৫৪, ইমেইল: [email protected] | |
13 | UCEP Bangladesh | ১। কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন ২। দেশ ও বিদেশে প্লেসমেন্ট কর্মসংস্থান ৩। লোকাল কমিউনিটিতে সচেতনতামূলক মাধ্যমে সামাজিক উন্নয়ন | মোহাম্মদ কাইয়ুম মোল্লা রিজিওনাল ম্যানেজার ইউসেপ সিলেট রিজিওন ০১৭৫২৯৮৯২৫৭, ইমেইল: [email protected] | |
14 | Bandhu Social Welfare Society | স্বাস্থ্য শিক্ষা, এইচআইভি এইডস প্রতিরোধ কার্যক্রম | Md. Ziaul Hoque DIC Manager Mobile: 01781894215 Holding # 163/A, TM Tower, Chowkidekhi, Airport Road, Sylhet [email protected] | |
15 | Sylhet Jubo Academy | ১. প্রাক-প্রাথমিক শিক্ষা ২. দক্ষতা উন্নয়ন কারিগরি প্রশিক্ষণ ৩. বিধবা ভাতা প্রদান ৪. মা ও শিশু-কিশোরীদের মঙ্গল ও কল্যাণ আউটরীচ সার্ভিস ৫. সচেতনতামূলক উঠান বৈঠক ৬. আইন সহায়তা | এ এইচ এম ফয়সাল আহমেদ, নির্বাহী পরিচালক, এসজেএ মোবাইল: ০১৭১৩৩০১১৩৩, E-mail: [email protected] | |
16 | ওয়াল্ড ভিশন বাংলাদেশ | ১. স্বাস্থ্য, পুষ্টি ও ওয়াশ টেকনিক্যাল প্রোগ্রাম ২. সমন্বিত লাইভলিহুড টেকনিক্যাল প্রোগ্রাম ৩. শিক্ষা ও শিশু সুরক্ষা টেকনিক্যাল প্রোগ্রাম ৪. এবং কমিউনিটি এনগেজমেন্ট ও স্পন্সরশীপ প্লান প্রোগ্রাম | কাজল আলফন্স দ্রং সিনিয়র ম্যানেজার সিলেট এরিয়া কো-অর্ডিনেশন অফিস ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মোবাইল : ০১৭১৩-২৫৭১০১ [email protected] | |
17 | Padakhep Manabik Unnayan kendra | স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, নগর দারিদ্য, ক্ষুদ্রঋণ, নারী অধিকার, দুর্যাগ ব্যবস্থাপনা | Md. Ashraful Islam Senior Manager Sylhet Area Office Phone: +88017133249716 Email: [email protected] | |
18 | Ethnic Community Development Organisation (ECDO) | 1. শিক্ষা (প্রাথমিক ও মাধ্যমিক) 2. মানবাধিকার 3. সচেতনতামূলক কার্যক্রম 4. আইন সহায়তা 5. কিশোর কিশোরীদের দক্ষতা উন্নয়ন 6. চা শ্রমিক নারীদের শোভন কর্মপরিবেশ প্রদান 7. সচেতনতামুলক কার্যক্রম | নোংপকলৈ সিনহা সমন্বয়কারী একডো মোবাইল : 01717134005 ইমেইল : [email protected] | |
19 | সিলেট ডেভেলপমেন্ট সোসাইটি-এসডিএস | ১.ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ। ২.কিশোর - কিশোরী উন্নয়ন ৩.শিশু অধিকার। ৪.স্যানিটেশন। | মো.আব্দুল হামিদ, নির্বাহী পরিচালক ই-মেইল :sdssylhet@gmail সেলফোন :01722465546/০১৬৪০১০৯৫৬৮ | |
20 | ভলান্টারি অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট (ভার্ড), ভার্ড চক্ষু হাসপাতাল যতরপুর সিলেট | স্বাস্থ্য, পুষ্টি এবং জনসংখ্যা কার্যক্রম : ভার্ড আই কেয়ার সার্ভিসেস | নাম: নাছরিন বানু পদবী: সহকারী পরিচালক( এ.এফ.ও) ভার্ড চক্ষু হাসপাতাল যতরপুর, সিলেট। মোবাইল নং: 01715-336745 ই-মেইল: [email protected] | |
21 | Uddipan | ক্ষুদ্রঋণ ও এন্টারপ্রাইজ ঋণ, এবং স্বাস্থ্য কর্মসূচি, | মোঃ দেলোয়ার হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক, সিলেট অঞ্চল,01322804167,[email protected] | |
22 | এআরডি (অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট) | ক্ষুদ্র ঋণ কর্মসুচী | মোহাম্মদ কাজী আলম নির্বাহী পরিচালক [email protected] 01725322982 | |
23 | আইডিআরএস বাংলাদেশ | ক্ষুদ্র ঋণ কর্মসুচী, আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম | মো: মোশাররফ হোসেন সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার, ০১৭৭৭৫০৯৫২৩, [email protected] | |
24 | swisscontact | স্বাস্থ্য | এস এ নূর আহমেদ সিনিয়র অফিসার, ফিল্ড অপারেশন 01711198387 [email protected] | |
25 | আপাসেন ইন্টারন্যাশনাল | প্রতিবন্ধী মানুষের বিশেষ শিক্ষা ও দক্ষতা বৃদ্ধি | স্বর্ণময়ী সরকার প্রকল্প সমন্বয়কারী, ০১৬২১৪৫০৯৪৬, [email protected] | |
26 | IDEA | Health, Education, Skill Development, Microfinance, Women's Rights, Disaster Management and Climate Change Prevention, Advocacy, Right to Information Act, Tea Gardens and Horticulture, Sanitation. | Nazmul Haque, Executive Director, 01712176667 | |
27 | ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট (আকবেট) | গৃহস্থালি কাজে নিয়োজিত শ্রমজীবী শিশুদের শিক্ষা ও পুনর্বাসন প্রোগ্রাম | মোঃ আসাদুজ্জামান সায়েম, নির্বাহী পরিচালক, ০১৭০৭৬০০২০২, [email protected] | |
28 | BLAST, Sylhet Unit | Providing legal support to the poor vulnarable, margnalised, women, children,, left behind people disabled people without cost | Satyajite Kumer Das, Advocate. Coordinator, BLAST, Sylhet Unit Mobile 01712130963, Email: [email protected] | |
29 | সীমান্তিক | স্বাস্থ্য, শিক্ষা, সচেতনতা ইত্যাদি। | ডা: মোহাম্মদ রুহুল আমিন। email: [email protected]. Mobile: 01712277628. | |
30 | বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) | ১। পাহাড়/ টিলা কাটা রোধ; ২। জলাশয় ভরাট রোধ: ৩। আবাসিক এলাকায় ইট পোড়ানো, কল–কারখানা স্থাপন ও পরিচালনা প্রতিরোধ; ৪। চা বাগান,বনাঞ্চল উজাড় বন্ধ করন; ৫। নদী/ খাল/পুকুর/ছড়া দখল ও দূষণ রোধ; ৬। অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন রোধ; ৭। অবৈধ স্টোন ক্রাশার মেশিন স্থাপন ও পরিচালনা রোধ; ৮। শিল্প দূষণ রোধ; ৯। বর্জ্য ব্যবস্থাপনা; ১০। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধকরন; | শাহ সাহেদা আখতার অ্যাডভোকেট ও বিভাগীয় সমন্বয়ক বেলা, সিলেট। মোবাইল নাম্বার: ০১৭১২ ০০৪৫২৮ ই-মেইল: [email protected] | |
31 | SRAC, Sylhet | স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, সচেতনতা, গৃহ নির্মান কর্মসূচী ও রিলিফ কর্মসূচী। | MD Kois Ahmed Executive Director - SRAC 01711-407193 Email: [email protected] | |
32 | রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) | ক্ষুদ্র ঋণ কর্মসূচি এবং স্যানিটেশন | ফারুক আহাম্মেদ এলাকা ব্যবস্থাপক | |
33 | হীড বাংলাদেশ | যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কার্যক্রম | মোঃ মাহমুদুর রহমান জেলা সুপার ভাইজার। মোবাইল নাম্বার --০১৩২১১৫০৯২৯ ইমেইল [email protected] | |
34 | লেপ্রা বাংলাদেশ | স্বাস্থ্যসেবা, প্রকল্পের নাম: কুষ্ঠ ও গোদ নিয়ন্ত্রণ কর্মসূচি | সিলেট জেলা প্রতিনিধির নাম: শ্যামল কুমার চৌধুরী, পদবী: মনিটরিং অফিসার মোবাইল: ০১৭১৫-১৪০৪৮০, ই-মেইল: shyamal @lepra.org.bd | |
35 | শক্তি ফাউন্ডেশন | মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (জাগরণ, অগ্রসর, রেমিটেন্স সেবা, ওয়াশ কর্মসূচি) স্বাস্থ্যসেবা কর্মসূচি। | মোঃমনিরুজ্জামান এরিয়া সুপারভাইজার সিলেট এরিয়া । মোবাইল :01847099722 Email:ar3022shakti @org.bd | |
36 | বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা | মানব পাচার, বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ। এছাড়া সামাজিক কাৰ্য্যক্রম। | Younus Ali 880 1717-960232 | |
37 | তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) | ১. নারী উদ্যোক্তা উন্নয়ন ২. বিষয় ভিত্তিক প্রশিক্ষন (নিজস্ব উদ্যোগে ) ৩. প্রশিক্ষন পরবর্তী পর্যবেক্ষন ও পরামর্শ প্রদান ৪. ঋন প্রদান ( ব্যাংক ও কো-অপারেটিভ ) ৫.নারীর স্বাস্থ্য সচেতনতা কর্মসুচী ৬. সরকারী ও বেসরকারী পর্যায়ের উন্নতমানের প্রশিক্ষন ৭. দূর্যোগকালীন সামাজিক ও অর্থনৈতিক সহযোগিতা ৮. উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজারজাত করনে সহযোগিতা | অনিতা দাশ গুপ্তা জাতীয় সমন্বয়কারী তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস ) মোবাইল: 01762071809 Email- [email protected] | |
38 | সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সি এন আর এস) | ১. বন ব্যবস্থাপনায় সহ-ব্যবস্থাপনায় কার্যক্রমে কারিগরি সহযোগিতা, বন নির্ভরশীলতা কমাতে বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ, পরহবেশ সংরক্ষণ বিষয়ক ইস্যু। ২. বর্জ্য ব্যবস্থাপনা।। ৩. ক্ষুদ্র ঋণ কার্যক্রম | এস এম আব্দুল্লাহ আল মামুন সাইট অফিসার ইউএসএইড'র ইকোসিস্টেমস / প্রতিবেশ অ্যাক্টিভিটি সিএনআরএস মোবাইল # ০১৭১২-০০৩৪০৩ ইমেইল: [email protected] | |
39 | ইয়ং পাওয়ার ইন সোশ্যাল একশন (ইপসা সিলেট) | বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ ৩য় পর্যায় প্রকল্প | শওকত হাসান ডিস্ট্রিক্ট ম্যানেজার বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ ৩য় পর্যায় প্রকল্প, ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) সিলেট এবং মৌলভীবাজার জেলা । [email protected] Cell:01718-475850 | |
40 | বাংলাদেশ মিশন | হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এন্ড লাইভস্টক প্রজেক্ট | সাইদুর রহমান সাইমন প্রজেক্ট ডেভেলপমেন্ট অফিসার (সিলেট ডিভিশন) email: [email protected] Cell:01717-191053 | |
41 | এস ও এস চিলড্রেন ভিলেজ সিলেট | পিতৃ-মাতৃহীন গরীর, অসহায় শিশুদের সাহায্য করা। এসব শিশুর দ্বায়িত্ব নিয়ে পারিবারিক পরিবেশে মাতৃ স্নেহে লালনপালন এবং শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল ও প্রতিষ্ঠিত হতে সহায়তা করা । শিশু অধিকার প্রতিষ্ঠায় কাজ করা । সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য ও স্যানিটেশন ইত্যাদি ক্ষেত্রে সহায়তা করা। পাশাপাশি, দরিদ্র জনগোষ্ঠি বিশেষ করে মহিলা ও শিশুদের পরিবার সমূহের উন্নয়নে বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, কারিগরি শিক্ষা, জীবিকার মান উন্নয়ন করা ইত্যাদি। | মো. মাজহারুল ইসলাম খান ফোন: ০১৭১১৩৭২৫২৭ অফিস : দয়ামীর, ওসমানীনগর, সিলেট E-mail: [email protected] | |
42 | জৈন্তিয়া ছিন্নমূল সংস্থা(জেছিস) | ভারনারেবুল উইম্যান বিনিফিট প্রোগ্রাম, আয়বৃদ্ধি মুলক কার্যক্রম, সামাজিক বনায়ন,প্রশিক্ষন ও শিক্ষা কার্যক্রম ও স্বাস্হ্য শিক্ষা, ত্রান ও পুর্নবাসন কার্যক্রম। | এটিএম বদরুল ইসলাম, নির্বাহী পরিচালক, সেল:01713486200, email: [email protected] | |
43 | ইসলামিক রিলিফ বাংলাদেশ | জলবায়ুর পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি আয়বৃদ্ধি মুলক কার্যক্রম ও নারী উদ্যোক্তা উন্নয়ন বিষয় ভিত্তিক প্রশিক্ষন ও পরবর্তী পর্যবেক্ষন ও পরামর্শ প্রদান নারীর স্বাস্থ্য সচেতনতা কর্মসুচী এডভোকেসি স্ট্র্যাটিজি প্রনয়ন ও বাস্তবায়ন প্রাকৃতিক দুর্যোগে সাঁড়া প্রদান কার্যক্রম উৎপাদন বৃদ্ধির জন্য কৃষিতে প্রযুক্তিগত সহায়তা কোরবানী কার্যক্রম ও রমজানে গরীবদের জন্য উপহারের প্যাকেট বিতরণ কার্যক্রমের গতিশীলতার/সচেতনতা (অতি দরিদ্র পরিবাকে দ্রারিদ্রতা থেকে উত্তরণে দিক নির্দেশনা এবং সহায়তা প্রদানের মাধ্যমে বাংলাদেশে এসডিজি-১ (দারিদ্র্যমুক্ত), এসডিজি-২ (জিরো হাঙ্গার), এসডিজি- ৫ (লিঙ্গ সমতা), এসডিজি-৬ (বিশুদ্ধ পানি ও স্যানিটেশন) ও এসডিজি ১৩ (ক্লাইমেট অ্যাকশন) অর্জনে অবদান রাখবে। লক্ষিত পরিবারগুলি উল্লেখযোগ্যভাবে আর্থ-সামাজিক উন্নতি, মর্যাদা এবং ক্ষমতায়নের অর্জন করবে)। | মোঃ আতিকুর রহমান পদবী: জেলা প্রকল্প ব্যাবস্থাপক মোবাইল: ০১৩২৯৭০৮৪৭৩ ই মেইল: [email protected] | |
44 | Nishwa shahayak shangstha NSS | Health, public Health, water & sanitation, Mid day meal, etc. | Fazla Mowla Chowdhury Co ordinator Nishwa shahayak shangstha NSS. Amborkhana sylhet - 01711 001591. | |
45 | সুশীলন দিগন্ত-২৯, ইলেকট্রিক সাপ্লাই রোড, আম্বরখানা সিলেট | প্রকল্পের নাম: শিশু ও কিশোর-কিশোরীদের কল্যাণ, অধিকার এবং ক্ষমতায়নে সামাজিক আচরণ পরিবর্তন প্রকল্প (এসবিসি প্রকল্প) প্ৰধান প্ৰধান কাজের ধরণ • বাল্যবিবাহ, শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি; • জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্কুল পর্যায়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে চারাগাছ বিতরণ • ইপিআই টিকাদান কভারেজ বাড়ানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সহযোগিতা করার পাশাপাশি কমিউনিটির জনগণকে উৎসাহ প্ৰদান করা; • পুষ্টিকর খাবার, পরিস্কার পরিচ্ছন্নতা এবং শিক্ষার গুরুত্ব সম্পর্কে কমিউনিটির জনগণকে সচেতন করা • শিশু ও কিশোর-কিশোরীদের চারপাশের সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং তা মোকাবেলায় তাদের প্রতি ইতিবাচক অচরণের মাধ্যমে পরিবার ও কমিউনিটিকে সক্রিয় করা। | মো: আলমগীর মিয়া প্রকল্প সমন্বয়কারী, ০১৭১৩৮৬১০৮৪ [email protected] | |
46 | মেরিট স্টপস বাংলাদেশ | > পরিবার পরিকল্পনা সেবা > ইপিআই সেবা > অন্যান্য ভ্যাকসিনেশন > গর্ভবতী ও প্রসবোত্তর মায়ের সেবা > নিরাপদ ডেলিভারী > নিরাপদ এমাআর সেবা > যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা | মোহন লাল দাস প্রোগ্রাম অফিসার মেরী স্টোপস ক্লিনিক, দর্শন দেউড়ি, সিলেট ফোন: ০২৯৯৬৬৩১২৭২ মোবাইল : ০১৭১১-৯৯৫০১৯ | |
47 | Family Planning Association of Bangladesh (FPAB) Sylhet Branch. | Supplement and compliment with -- Government Family Planning department. - Youth programme. - Community Based demonstrations - Family Development programme. - settalite program in the respective area. | Md.Zakirul Islam District officer FPAB Sylhet Branch. Mobile 01711301678 | |
48 | বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি, বেস | ১) মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম। ২)যুব ও যুব মহিলাদের উন্নয়ন মূলক কার্যক্রম। ৩)মহিলাদের সচেতনতা বিষয়ক - নারী ক্ষমতায়ন, বাল্য বিবাহ ও বহু বিবাহ প্রতিরোধ, আয়মূলক প্রশিক্ষণ। ৪)স্বাস্থ্য সেবা, শিশু শিক্ষা, আয়মূলক প্রশিক্ষণ। ৫)জন্ম মৃত্যু রেজিস্ট্রেশন সচেতনতা বৃদ্ধি ৬)প্রতিবন্ধীদের কার্যক্রম ক) উন্নয়ন মূলক প্ৰশিক্ষণ খ)শিশুদের শিক্ষা, স্বাস্থ্য । ৭)ঝড়ে পরা শিশুদের শিক্ষা ব্যবস্থা করা। ৮) বন্যা ও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দের মধ্যে সহযোগীতা করা এবং ত্রাণ ব্যবস্থা করা। ৯)সরকারের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ ও পালন করা। | রোকসানা বেগম নির্বাহী পরিচালক, বেস মোবাইল নাম্বার :01886389282 | |
49 | Patra Samprodai Kollayan Porishad (PASKOP) | Activities: Increasing awareness, Health, Education and Economic empowerment. | Laboni Sharti PASKOP | |
50 | NGO Forum For Public Health | WASH, Health, Environment, and also other activities like, 1. Training Center rent facility for any kind of training program. 2. Guest rooms and dormitory facilities are available. | Md. Mokshadur Rahman Regional Officer. 01737999583. Email: [email protected] |