এনজিও কার্যসমূহ

সিলেট জেলায় কর্মরত এনজিওদের কাজের সেক্টর ও প্রতিনিধিদের তথ্য

ক্রমিক নং এনজিও এর নামকাজের খাত বা সেক্টর প্রতিনিধী বা প্রধান এর তথ্যমন্তব্য
1BRACস্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, অভিবাসন, নগর দারিদ্র্য, ক্ষুদ্রঋণ, নারী অধিকার, দুর্যোগ ব্যবস্থাপনা
অনিক আহমেদ অপু
ব্র্যাক জেলা সমন্বয়ক
সিলেট।
০১৩১৩৪০৭১৬৬, [email protected]
2FIVDBমা ও শিশু স্বাস্থ্য, শিক্ষা, ক্ষুদ্রঋণ, নারী ক্ষমতায়ন, দুর্যোগ ব্যবস্থাপনামোঃ আজিম উদ্দিন
জেলা প্রতিনিধি
সিলেট
[email protected], 01712164276
3ASAস্বাস্থ্য, শিক্ষা, ক্ষুদ্রঋণ মোঃ আলাউদ্দিন আলী
(ডিভিশন্যাল ম্যানেজার
সিলেট/মৌলভীবাজার জেলা)
[email protected], 01716813279
4BURO Bangladeshকৃষি অর্থায়ন, ক্ষুদ্র অর্থায়ন, রেমিটেন্স প্রদান, ওয়াশ কর্মসূচী, দুর্যোগ ব্যবস্থাপনাখন্দকার মিজানুর রহমান
আঞ্চলিক ব্যবস্থাপক
সিলেট অঞ্চল
মোবাইল: 01733220758, Email: [email protected]
5TMSSক্ষুদ্র ঋণ কার্যক্রম ও স্বাস্থ্য সেবামোঃ সেলিম রেজা
জোনাল হেড
সিলেট জোন
[email protected], ০১৭১৩৩৭৭১৯৮
6CARITASবিপন্ন জনগোষ্ঠীসমূহের জন্য সামাজিককল্যাণ। প্রতিরক্ষামূলক সংরক্ষণ এবং খাদ্য নিরাপত্তা। শিক্ষা এবং শিশু উন্নয়ন, পুষ্টি ও স্বাস্থ্য শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, আদিবাসী জনগোষ্ঠীর উন্নয়নচয়ন চক্রবর্তী
জুনিয়র প্রোগ্রাম অফিসার
ট্রেনিং ও প্রোগ্রাম
[email protected], 01712875044
7এডাব অ্যাসোসিয়েশন অফ ডেভেলপমেন্ট এজেন্সি ইন বাংলাদেশএনজিও কার্যক্রম সমন্বয় ও নেটওয়ার্কিং, অ্যাডভোকেসি ও ক্যাম্পেইন, সদস্য সংস্থাসমূহের দক্ষতা উন্নয়ন, বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় দিবস পালন, বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও ওয়ার্কশপ আয়োজন করামোঃ বাবুল আখতার বিভাগীয় সমন্বয়কারী এডাব।
মোবাইল: ০১৩০১৮৪৯০৪৪,
ই-মেইল: [email protected]
8Association of Workers for Alternative Rural Development -AWARDস্বাস্থ্য, ক্ষুদ্রঋণ, নারীর ক্ষমতায়ন, গৃহায়ণ ঋণ, স্যানিটেশন, আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ, বিভিন্ন বিষয়ক সচেতনতামূলক কার্যক্রমসহ অন্যান্য।Faruque Ahmed
Coordinator-Programs
Cell: 01712-906946
Email: [email protected]
9SKSSস্বাস্থ্যBelal Ahmed
Executive Director
Cell: 01718034370
Email: [email protected]
10RWDOপ্রজনন স্বাস্থ্য, কিশোর-কিশোরী প্রজনন স্বাস্থ্য কর্মসূচি, প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম, নারী ও শিশু অধিকার, চা-শ্রমিক নারীদের অধিকার আদায়, এবং চা শ্রমিক শিশু ও শিশুশ্রম ক্যাম্পেইন ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম। ক্লাইমেট চেঞ্জ, ইন্টারনেট সুরক্ষা ও নিরাপদ ইন্টারনেট ব্যবহার কার্যক্রম, ওয়াশ ইত্যাদিমো: জাহিদুল ইসলাম রশিদ, প্রজেক্ট কো-অর্ডিনেটর
মোবাইল: ০১৭২৪-৭৯৮৭১৩,
ইমেইল: [email protected]
প্রধান নির্বাহী: সমীতা বেগম মীরা, নির্বাহী পরিচালক
ইমেইল: [email protected]
মোবাইল: ০১৭১৭-৫৭২৮৮৯
11ZAMZAM BANGLADESHশিক্ষা ও শিশু উন্নয়ন, স্বাস্থ্য সেবা, এশটান সহায়তা, কারিগরি প্রশিক্ষণ, বয়স্ক-বিধবা ভাতা, জর্জরিত সহায়তা/সামাজিক প্রোগ্রামমো: আব্দুল হানান
লিয়াজো অফিসার
মোবাইল: 01728-204614
ইমেইল: [email protected] Office: 01537-302411
12CRP - Centre for the Rehabilitation of the Paralysed১. ফিজিওথেরাপি
২. অকুপেশনাল থেরাপি
৩. স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি
৪. কৃত্রিম হাত পা সংযোজন
৫. সমাজসেবিত পুনর্বাসন
৬. সহায়ক সামগ্রী প্রদান
আরিফ শাকিল নাহিদ,
সেন্টার ম্যানেজার,
সিলেট - সিআরপি,
মোবাইল নম্বর: ০১৭৩০০৫৯৫৫৪,
ইমেইল: [email protected]
13UCEP Bangladesh১। কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন
২। দেশ ও বিদেশে প্লেসমেন্ট কর্মসংস্থান
৩। লোকাল কমিউনিটিতে সচেতনতামূলক মাধ্যমে সামাজিক উন্নয়ন
মোহাম্মদ কাইয়ুম মোল্লা
রিজিওনাল ম্যানেজার
ইউসেপ সিলেট রিজিওন
০১৭৫২৯৮৯২৫৭, ইমেইল: [email protected]
14Bandhu Social Welfare Societyস্বাস্থ্য শিক্ষা, এইচআইভি এইডস প্রতিরোধ কার্যক্রমMd. Ziaul Hoque
DIC Manager
Mobile: 01781894215
Holding # 163/A, TM Tower, Chowkidekhi, Airport Road, Sylhet
[email protected]
15Sylhet Jubo Academy১. প্রাক-প্রাথমিক শিক্ষা
২. দক্ষতা উন্নয়ন কারিগরি প্রশিক্ষণ
৩. বিধবা ভাতা প্রদান
৪. মা ও শিশু-কিশোরীদের মঙ্গল ও কল্যাণ আউটরীচ সার্ভিস
৫. সচেতনতামূলক উঠান বৈঠক
৬. আইন সহায়তা
এ এইচ এম ফয়সাল আহমেদ, নির্বাহী পরিচালক, এসজেএ
মোবাইল: ০১৭১৩৩০১১৩৩, E-mail: [email protected]
16ওয়াল্ড ভিশন বাংলাদেশ১. স্বাস্থ্য, পুষ্টি ও ওয়াশ টেকনিক্যাল প্রোগ্রাম
২. সমন্বিত লাইভলিহুড টেকনিক্যাল প্রোগ্রাম
৩. শিক্ষা ও শিশু সুরক্ষা টেকনিক্যাল প্রোগ্রাম
৪. এবং কমিউনিটি এনগেজমেন্ট ও স্পন্সরশীপ প্লান প্রোগ্রাম
কাজল আলফন্স দ্রং
সিনিয়র ম্যানেজার
সিলেট এরিয়া কো-অর্ডিনেশন অফিস
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ
মোবাইল : ০১৭১৩-২৫৭১০১ [email protected]
17Padakhep Manabik Unnayan kendraস্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, নগর দারিদ্য, ক্ষুদ্রঋণ, নারী অধিকার, দুর্যাগ ব্যবস্থাপনাMd. Ashraful Islam
Senior Manager
Sylhet Area Office Phone: +88017133249716
Email: [email protected]
18Ethnic Community Development Organisation (ECDO)1. শিক্ষা (প্রাথমিক ও মাধ্যমিক)
2. মানবাধিকার
3. সচেতনতামূলক কার্যক্রম
4. আইন সহায়তা
5. কিশোর কিশোরীদের দক্ষতা উন্নয়ন
6. চা শ্রমিক নারীদের শোভন কর্মপরিবেশ প্রদান
7. সচেতনতামুলক কার্যক্রম
নোংপকলৈ সিনহা
সমন্বয়কারী
একডো
মোবাইল : 01717134005
ইমেইল : [email protected]
19সিলেট ডেভেলপমেন্ট সোসাইটি-এসডিএস১.ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ।
২.কিশোর - কিশোরী উন্নয়ন
৩.শিশু অধিকার।
৪.স্যানিটেশন।
মো.আব্দুল হামিদ, নির্বাহী পরিচালক
ই-মেইল :sdssylhet@gmail
সেলফোন :01722465546/০১৬৪০১০৯৫৬৮
20ভলান্টারি অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট (ভার্ড), ভার্ড চক্ষু হাসপাতাল যতরপুর সিলেটস্বাস্থ্য, পুষ্টি এবং জনসংখ্যা কার্যক্রম : ভার্ড আই কেয়ার সার্ভিসেসনাম: নাছরিন বানু
পদবী: সহকারী পরিচালক( এ.এফ.ও)
ভার্ড চক্ষু হাসপাতাল যতরপুর, সিলেট।
মোবাইল নং: 01715-336745 ই-মেইল: [email protected]
21Uddipanক্ষুদ্রঋণ ও এন্টারপ্রাইজ ঋণ, এবং স্বাস্থ্য কর্মসূচি,মোঃ দেলোয়ার হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক, সিলেট
অঞ্চল,01322804167,[email protected]
22এআরডি (অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট)ক্ষুদ্র ঋণ কর্মসুচীমোহাম্মদ কাজী আলম
নির্বাহী পরিচালক
[email protected] 01725322982
23আইডিআরএস বাংলাদেশক্ষুদ্র ঋণ কর্মসুচী, আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামমো: মোশাররফ হোসেন
সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার,
০১৭৭৭৫০৯৫২৩, [email protected]
24swisscontactস্বাস্থ্যএস এ নূর আহমেদ
সিনিয়র অফিসার, ফিল্ড অপারেশন
01711198387 [email protected]
25আপাসেন ইন্টারন্যাশনালপ্রতিবন্ধী মানুষের বিশেষ শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিস্বর্ণময়ী সরকার প্রকল্প সমন্বয়কারী,
০১৬২১৪৫০৯৪৬, [email protected]
26IDEAHealth, Education, Skill Development, Microfinance,
Women's Rights, Disaster Management and Climate
Change Prevention, Advocacy, Right to Information Act,
Tea Gardens and Horticulture, Sanitation.
Nazmul Haque, Executive Director, 01712176667
27ইউকে বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট (আকবেট)গৃহস্থালি কাজে নিয়োজিত শ্রমজীবী শিশুদের শিক্ষা ও পুনর্বাসন প্রোগ্রামমোঃ আসাদুজ্জামান সায়েম, নির্বাহী পরিচালক, ০১৭০৭৬০০২০২,
[email protected]
28BLAST, Sylhet UnitProviding legal support to the poor vulnarable,
margnalised, women, children,, left behind people
disabled people without cost
Satyajite Kumer Das, Advocate.
Coordinator, BLAST, Sylhet Unit
Mobile 01712130963, Email: [email protected]
29সীমান্তিকস্বাস্থ্য, শিক্ষা, সচেতনতা ইত্যাদি।ডা: মোহাম্মদ রুহুল আমিন।
email: [email protected]. Mobile: 01712277628.
30বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)১। পাহাড়/ টিলা কাটা রোধ;
২। জলাশয় ভরাট রোধ:
৩। আবাসিক এলাকায় ইট পোড়ানো, কল–কারখানা স্থাপন ও পরিচালনা প্রতিরোধ;
৪। চা বাগান,বনাঞ্চল উজাড় বন্ধ করন;
৫। নদী/ খাল/পুকুর/ছড়া দখল ও দূষণ রোধ;
৬। অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন রোধ;
৭। অবৈধ স্টোন ক্রাশার মেশিন স্থাপন ও পরিচালনা রোধ;
৮। শিল্প দূষণ রোধ;
৯। বর্জ্য ব্যবস্থাপনা;
১০। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধকরন;
শাহ সাহেদা আখতার
অ্যাডভোকেট ও বিভাগীয় সমন্বয়ক
বেলা, সিলেট।
মোবাইল নাম্বার: ০১৭১২ ০০৪৫২৮
ই-মেইল: [email protected]
31SRAC, Sylhetস্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, সচেতনতা, গৃহ নির্মান কর্মসূচী ও রিলিফ কর্মসূচী।MD Kois Ahmed
Executive Director - SRAC
01711-407193 Email: [email protected]
32রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক)ক্ষুদ্র ঋণ কর্মসূচি এবং স্যানিটেশনফারুক আহাম্মেদ
এলাকা ব্যবস্থাপক
33হীড বাংলাদেশযক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কার্যক্রমমোঃ মাহমুদুর রহমান
জেলা সুপার ভাইজার।
মোবাইল নাম্বার --০১৩২১১৫০৯২৯ ইমেইল [email protected]
34লেপ্রা বাংলাদেশস্বাস্থ্যসেবা, প্রকল্পের নাম: কুষ্ঠ ও গোদ নিয়ন্ত্রণ কর্মসূচিসিলেট জেলা প্রতিনিধির নাম: শ্যামল কুমার চৌধুরী, পদবী: মনিটরিং অফিসার
মোবাইল: ০১৭১৫-১৪০৪৮০, ই-মেইল: shyamal @lepra.org.bd
35শক্তি ফাউন্ডেশনমাইক্রোফাইন্যান্স কর্মসূচি (জাগরণ, অগ্রসর, রেমিটেন্স সেবা, ওয়াশ কর্মসূচি) স্বাস্থ্যসেবা কর্মসূচি।মোঃমনিরুজ্জামান
এরিয়া সুপারভাইজার
সিলেট এরিয়া ।
মোবাইল :01847099722 Email:ar3022shakti @org.bd
36বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থামানব পাচার, বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ। এছাড়া সামাজিক কাৰ্য্যক্রম।Younus Ali
880 1717-960232
37তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস)১. নারী উদ্যোক্তা উন্নয়ন
২. বিষয় ভিত্তিক প্রশিক্ষন (নিজস্ব উদ্যোগে )
৩. প্রশিক্ষন পরবর্তী পর্যবেক্ষন ও পরামর্শ প্রদান
৪. ঋন প্রদান ( ব্যাংক ও কো-অপারেটিভ )
৫.নারীর স্বাস্থ্য সচেতনতা কর্মসুচী
৬. সরকারী ও বেসরকারী পর্যায়ের উন্নতমানের প্রশিক্ষন
৭. দূর্যোগকালীন সামাজিক ও অর্থনৈতিক সহযোগিতা
৮. উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজারজাত করনে সহযোগিতা
অনিতা দাশ গুপ্তা জাতীয় সমন্বয়কারী
তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস )
মোবাইল: 01762071809
Email- [email protected]
38সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সি এন আর এস)১. বন ব্যবস্থাপনায় সহ-ব্যবস্থাপনায় কার্যক্রমে কারিগরি সহযোগিতা, বন নির্ভরশীলতা কমাতে বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ, পরহবেশ সংরক্ষণ বিষয়ক ইস্যু।
২. বর্জ্য ব্যবস্থাপনা।।
৩. ক্ষুদ্র ঋণ কার্যক্রম
এস এম আব্দুল্লাহ আল মামুন
সাইট অফিসার
ইউএসএইড'র ইকোসিস্টেমস / প্রতিবেশ অ্যাক্টিভিটি
সিএনআরএস
মোবাইল # ০১৭১২-০০৩৪০৩
ইমেইল: [email protected]
39ইয়ং পাওয়ার ইন সোশ্যাল একশন (ইপসা সিলেট)বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ ৩য় পর্যায় প্রকল্পশওকত হাসান
ডিস্ট্রিক্ট ম্যানেজার
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ ৩য় পর্যায় প্রকল্প,
ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)
সিলেট এবং মৌলভীবাজার জেলা ।
[email protected] Cell:01718-475850
40বাংলাদেশ মিশনহিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এন্ড লাইভস্টক প্রজেক্টসাইদুর রহমান সাইমন
প্রজেক্ট ডেভেলপমেন্ট অফিসার
(সিলেট ডিভিশন)
email: [email protected]
Cell:01717-191053
41এস ও এস চিলড্রেন ভিলেজ সিলেটপিতৃ-মাতৃহীন গরীর, অসহায় শিশুদের সাহায্য করা। এসব শিশুর দ্বায়িত্ব নিয়ে পারিবারিক পরিবেশে মাতৃ স্নেহে লালনপালন এবং শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল ও প্রতিষ্ঠিত হতে সহায়তা করা । শিশু অধিকার প্রতিষ্ঠায় কাজ করা । সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য ও স্যানিটেশন ইত্যাদি ক্ষেত্রে সহায়তা করা। পাশাপাশি, দরিদ্র জনগোষ্ঠি বিশেষ করে মহিলা ও শিশুদের পরিবার সমূহের উন্নয়নে বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, কারিগরি শিক্ষা, জীবিকার মান উন্নয়ন করা ইত্যাদি।মো. মাজহারুল ইসলাম খান
ফোন: ০১৭১১৩৭২৫২৭
অফিস : দয়ামীর, ওসমানীনগর, সিলেট
E-mail: [email protected]
42
জৈন্তিয়া ছিন্নমূল সংস্থা(জেছিস)
ভারনারেবুল উইম্যান বিনিফিট প্রোগ্রাম, আয়বৃদ্ধি মুলক কার্যক্রম, সামাজিক বনায়ন,প্রশিক্ষন ও শিক্ষা কার্যক্রম ও স্বাস্হ্য শিক্ষা, ত্রান ও পুর্নবাসন কার্যক্রম।এটিএম বদরুল ইসলাম, নির্বাহী পরিচালক, সেল:01713486200,
email: [email protected]
43
ইসলামিক রিলিফ বাংলাদেশ
জলবায়ুর পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি আয়বৃদ্ধি মুলক কার্যক্রম ও নারী উদ্যোক্তা উন্নয়ন বিষয় ভিত্তিক প্রশিক্ষন ও পরবর্তী পর্যবেক্ষন ও পরামর্শ প্রদান নারীর স্বাস্থ্য সচেতনতা কর্মসুচী এডভোকেসি স্ট্র্যাটিজি প্রনয়ন ও বাস্তবায়ন প্রাকৃতিক দুর্যোগে সাঁড়া প্রদান কার্যক্রম উৎপাদন বৃদ্ধির জন্য কৃষিতে প্রযুক্তিগত সহায়তা কোরবানী কার্যক্রম ও রমজানে গরীবদের জন্য উপহারের প্যাকেট বিতরণ কার্যক্রমের গতিশীলতার/সচেতনতা (অতি দরিদ্র পরিবাকে দ্রারিদ্রতা থেকে উত্তরণে দিক নির্দেশনা এবং সহায়তা প্রদানের মাধ্যমে বাংলাদেশে এসডিজি-১ (দারিদ্র্যমুক্ত), এসডিজি-২ (জিরো হাঙ্গার), এসডিজি- ৫ (লিঙ্গ সমতা), এসডিজি-৬ (বিশুদ্ধ পানি ও স্যানিটেশন) ও এসডিজি ১৩ (ক্লাইমেট অ্যাকশন) অর্জনে অবদান রাখবে। লক্ষিত পরিবারগুলি উল্লেখযোগ্যভাবে আর্থ-সামাজিক উন্নতি, মর্যাদা এবং ক্ষমতায়নের অর্জন করবে)।মোঃ আতিকুর রহমান
পদবী: জেলা প্রকল্প ব্যাবস্থাপক
মোবাইল: ০১৩২৯৭০৮৪৭৩
ই মেইল: [email protected]
44Nishwa shahayak shangstha NSSHealth, public Health, water & sanitation, Mid day meal, etc.Fazla Mowla Chowdhury
Co ordinator Nishwa shahayak shangstha NSS.
Amborkhana sylhet - 01711 001591.
45সুশীলন দিগন্ত-২৯, ইলেকট্রিক সাপ্লাই রোড, আম্বরখানা সিলেটপ্রকল্পের নাম: শিশু ও কিশোর-কিশোরীদের কল্যাণ, অধিকার এবং ক্ষমতায়নে সামাজিক আচরণ পরিবর্তন প্রকল্প (এসবিসি প্রকল্প) প্ৰধান প্ৰধান কাজের ধরণ
• বাল্যবিবাহ, শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি;
• জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় স্কুল পর্যায়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে চারাগাছ বিতরণ
• ইপিআই টিকাদান কভারেজ বাড়ানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সহযোগিতা করার পাশাপাশি কমিউনিটির জনগণকে উৎসাহ প্ৰদান করা;
• পুষ্টিকর খাবার, পরিস্কার পরিচ্ছন্নতা এবং শিক্ষার গুরুত্ব সম্পর্কে কমিউনিটির জনগণকে সচেতন করা
• শিশু ও কিশোর-কিশোরীদের চারপাশের সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং তা মোকাবেলায় তাদের প্রতি ইতিবাচক অচরণের মাধ্যমে পরিবার ও কমিউনিটিকে সক্রিয় করা।
মো: আলমগীর মিয়া
প্রকল্প সমন্বয়কারী,
০১৭১৩৮৬১০৮৪
[email protected]
46মেরিট স্টপস বাংলাদেশ> পরিবার পরিকল্পনা সেবা
> ইপিআই সেবা
> অন্যান্য ভ্যাকসিনেশন
> গর্ভবতী ও প্রসবোত্তর মায়ের সেবা
> নিরাপদ ডেলিভারী
> নিরাপদ এমাআর সেবা
> যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা
মোহন লাল দাস
প্রোগ্রাম অফিসার
মেরী স্টোপস ক্লিনিক,
দর্শন দেউড়ি, সিলেট
ফোন: ০২৯৯৬৬৩১২৭২
মোবাইল : ০১৭১১-৯৯৫০১৯
47Family Planning Association of Bangladesh (FPAB) Sylhet Branch. Supplement and compliment with -- Government Family Planning department.
- Youth programme.
- Community Based demonstrations
- Family Development programme.
- settalite program in the respective area.
Md.Zakirul Islam
District officer
FPAB Sylhet Branch.
Mobile 01711301678
48বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি, বেস১) মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম।
২)যুব ও যুব মহিলাদের উন্নয়ন মূলক কার্যক্রম।
৩)মহিলাদের সচেতনতা বিষয়ক - নারী ক্ষমতায়ন, বাল্য বিবাহ ও বহু বিবাহ প্রতিরোধ, আয়মূলক প্রশিক্ষণ।
৪)স্বাস্থ্য সেবা, শিশু শিক্ষা, আয়মূলক প্রশিক্ষণ।
৫)জন্ম মৃত্যু রেজিস্ট্রেশন সচেতনতা বৃদ্ধি
৬)প্রতিবন্ধীদের কার্যক্রম
ক) উন্নয়ন মূলক প্ৰশিক্ষণ
খ)শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ।
৭)ঝড়ে পরা শিশুদের শিক্ষা ব্যবস্থা করা।
৮) বন্যা ও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দের মধ্যে সহযোগীতা করা এবং ত্রাণ ব্যবস্থা করা।
৯)সরকারের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ ও পালন করা।
রোকসানা বেগম
নির্বাহী পরিচালক, বেস
মোবাইল নাম্বার :01886389282
49Patra Samprodai Kollayan Porishad (PASKOP)Activities: Increasing awareness, Health, Education and Economic empowerment.Laboni Sharti
PASKOP
50NGO Forum For Public HealthWASH, Health, Environment, and also other activities like,
1. Training Center rent facility for any kind of training program.
2. Guest rooms and dormitory facilities are available.
Md. Mokshadur Rahman Regional Officer.
01737999583. Email: [email protected]